পিএনএস ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশে রামনবমী উপলক্ষে পূজা দিতে গিয়ে কুয়ার ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েক ডজন পূণ্যার্থী। শুক্রবার দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকালে রাজ্যটির ইন্দোরে শ্রী বালেশ্বর মহাদেব মন্দিরে এ ঘটনা ঘটে। ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। ৩৫ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৬ জন আহত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আন্ডারওয়াটার ক্যামেরায় কূপের ঘোলা পানিতে মৃতদেহ ভাসতে দেখা যাওয়ার পর বৃহস্পতিবার রাতে উদ্ধার কাজ ত্বরান্বিত করা হয়। এনডিটিভির খবরে বলা হয়, পূণ্যার্থীধের অতিরিক্ত ভিড়ে বালেশ্বর মহাদেব মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার এক ভিডিওতে দেখা গেছে, আহতদের রশি ও মই বেয়ে কুয়া থেকে তোলা হয়েছে। এ ঘটনা নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, আহতদের উদ্ধারে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি অনাকাঙ্খিত দুর্ঘটনা।
পিএনএস/আনোয়ার
ভারতে পূজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত বেড়ে ৩৫
31-03-2023 12:31PM
