শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ

  22-01-2022 10:24PM

পিএনএস ডেস্ক: সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে জয়ী হওয়া খান আহমেদ শুভ।

শনিবার (২২ জানুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথবাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব তন্দ্রা শিকদার অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে খান আহমেদ শুভ এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লখ্য, গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত টাঙ্গাইল-৭ আসনের উপ-নির্বাচনে জয়ী হন খান আহমেদ শুভ। তিনি ১ লাখ ৪ হাজার ৫৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির পান ১৬ হাজার ৭৭৩ ভোট।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন