পিএনএস ডেস্ক : আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে এক হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫০ শতাংশ। আগের দিন এই শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫৭ শতাংশ।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে শনাক্ত রোগীদের ৫৪ জন ঢাকার বাসিন্দা।
ঢাকার বাইরে গাজীপুরে ১৪ জন। এ ছাড়া সিলেটে চারজন ও বরিশালে একজন রোগী শনাক্ত হয়েছে।
এ নিয়ে দেশে মোট কভিড শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৮ হাজার ৯৭১ জন। আর এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২১২ জন।
সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৬১ দিন কভিডে আর কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।
পিএনএস/এমবিবি
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৩ জনের
28-05-2023 10:30PM
