স্বাধীনতা দিবসে নৌবাহিনীতে অনারারি সাব লেফটেন্যান্ট কমিশন প্রদান

  26-03-2024 11:54PM


পিএনএস ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে তাদের কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনীর ৭ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) থেকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ এয়ার উল্লাহ, মোহাম্মদ রেজাউল করিম, আব্দুল্লা আল মুজাম্মেল, মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মোহাম্মদ ছলিম উল্যাহ মজুমদার।

বাংলাদেশ নৌবাহিনীর এ অনারারি কমিশন ২৬ মার্চ থেকে কার্যকর হবে।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন