হজের ভিসা আবেদনের সময় ৭ মে পর্যন্ত বাড়লো

  30-04-2024 03:03PM



পিএনএস ডেস্ক: হজের ভিসার আবেদনের সময় আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি সরকার। এর আগে আবেদনের সময় ২৯ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম।

তিনি জানান, ধর্মমন্ত্রীর আবেদনের পরিপ্রেক্ষিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশী হাজিদের জন্য হজের ভিসা আবেদনের সময় ২৯ এপ্রিল থেকে আগামী ৭ মে পর্যন্ত বাড়িয়েছে। এ সময়ের মধ্যে সবাইকে ভিসা আবেদন করার জন্য অনুরোধ জানান তিনি।

সৌদি গণমাধ্যমের সূত্রে একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, সৌদি আরব বর্তমানে হজযাত্রীদের স্বাগত জানাতে সম্পূর্ণরূপে প্রস্তুত। এ বছর অন্তত ১ দশমিক ২ মিলিয়ন মুসল্লি হজ পালনের আবেদন করেছেন।


বিরাট সংখ্যক এ অতিথিদের থাকার জন্য দেশটি অন্তত ১ হাজার ৮৬০টি ভবনের অনুমোদন দিয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১৪ জুন থেকে এ বছর হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে এবং তা চলবে ১৯ জুন পর্যন্ত।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন