সর্বজনীন পেনশনে সমাজে মানুষের মূল্যায়ন বাড়বে

  06-05-2024 03:12AM

পিএনএস ডেস্ক সর্বজনীন পেনশন সমাজে বৈষম্য কমাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া। রোববার (৫ মে) দুপুরে রংপুরে শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সর্বজনীন পেনশন স্কিমবিষয়ক এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

মুখ্য সচিব বলেন, সর্বজনীন পেনশনে সমাজে মানুষের মূল্যায়ন বাড়বে। এটি একটি দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা। ব্যাপক প্রচার ছাড়া এটি সফল করা সম্ভব নয়। তাই সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বজনীন স্কিমের ভবিষ্যৎ সুফল সম্পর্কে প্রচার করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি বলেন, ভালো কাজে বাধা আসে। এই বাধা অতিক্রম করেই সামনে এগিয়ে যেতে হয়। সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে একটি মহল গুজব ছড়ানোর চেষ্টা করছে। তাই পেনশন স্কিমের প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। আমাদের দেশের মানুষ যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, সেজন্য সরকার এ মহতী উদ্যোগ নিয়েছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন