হায়দরাবাদকে ১৬৫ রানের টার্গেট দিলো মুস্তাফিজের রাজস্থান

  27-09-2021 10:05PM

পিএনএস ডেস্ক: অধিনায়ক খেললেন অধিনায়কের মতোই। দলকে চ্যালেঞ্জিং এক সংগ্রহ এনে দিলেন সঞ্জু স্যামসন। তার মারকুটে উইলোবাজিতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি পেয়েছে রাজস্থান রয়্যালস।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন স্যামসন। শুরুটা ওত ভালো ছিল না। এভিন লুইস দলীয় ১১ রানের মাথায় ৬ করে সাজঘরে ফেরত যান। তবে আরেক ওপেনার জস্বশী জ্যাসওয়েল ২৩ বলে করেন ৩৬ রান।

লিয়াম লিভিংস্টোনকে (৪) হারিয়ে কিছুটা চাপে পড়েছিল রাজস্থান। ৭৭ রানে হারায় ৩ উইকেট। তবে স্যামসন বলতে গেলে একাই দলকে শক্ত ভিত গড়ে দিয়েছেন।

তৃতীয় উইকেটে মহীপাল লমররকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন স্যামসন। দারুণ ব্যাটিং করে ইনিংসের একদম শেষ ওভারে আউট হয়েছেন রাজস্থান দলপতি। ৫৭ বলে ৭ বাউন্ডারি আর ৩ ছক্কায় তার উইলো থেকে আসে ৮২ রানের ঝকঝকে ইনিংস।

রাজস্থানের পুঁজিটা আরও বড় হতে পারতো। কিন্তু ভুবনেশ্বর কুমার ইনিংসের শেষ ওভারে স্যামসনকে তুলে নেওয়ার পর শূন্যতে আউট করেন রিয়ান পরাগকেও। ওই ওভারে মাত্র ৪ রান তুলতে পারে রাজস্থান। মহীপাল লমরর ২৮ বলে ২৯ রানে অপরাজিত থেকে যান।

পিএনএস/ জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন