ঢাকা টেস্ট: বৃষ্টির বাধায় খেলা শুরু হতে দেরি

  05-12-2021 09:50AM


পিএনএস ডেস্ক: কৃত্তিম আলোয় মিরপুর টেস্টের প্রথম দিনের দুই সেশন খেলা হলেও তৃতীয় সেশনে হতে পারেনি। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে প্রথম দিন ৩৩ ওভার কম খেলা হয়েছে। এবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না বৃষ্টির কারণে।

প্রথম দিন কম ওভার হওয়ার কারণে আধঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়ার কথা ছিল রবিবার দ্বিতীয় দিনের খেলা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে তাও সম্ভব হচ্ছে না। শের-ই বাংলার পিচ এখন কাভারে ঢাকা।

এদিকে, আলোক স্বল্পতার কারণে প্রথম দিন মাত্র ৫৭ ওভার খেলা হয়েছে। ৩৩ ওভার বাকি থাকতেই আম্পায়ার প্রথম দিনের খেলার ইতি টানেন। প্রথম দিন পাকিস্তানের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬১ রান। প্রথম সেশনে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান তোলার পর দ্বিতীয় সেশনে ২৬ ওভারে ৮৩ রান যোগ করে। বাবর ৬০ ও আজহার ৩৬ রানে অপরাজিত আছেন। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিন খেলা শুরু হবে আধঘন্টা আগে ৯টা ৩০ মিনিটে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন