ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

  17-06-2022 08:00PM

পিএনএস ডেস্ক : ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করে উইয়ন মরগানের দল। সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

ওপেনার ফিল সল্ট ৯৩ বলে ১২২, ডেভিড মালান করেন ১০৯ বলে ১২৫ রান। মাত্র ৭০ বলে ৭ বাউন্ডারি ও ১৪ ছক্কায় ১৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাটলার। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২২ বলে ৬৬*!

নিজেদের রেকর্ডই পেছনে ফেলেছে ইংল্যান্ড। ২০১৮তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা। ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংসও ইংল্যান্ডের। ২০১৬তে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা।

অ্যামসটেলভিনে ইংল্যান্ড আজ যেসব রেকর্ড নতুন করে লিখেছে, সেগুলো দেখে নিন এক নজরে।

>>নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ রান ওয়ানডেতে সর্বোচ্চ

>>নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান

>>জস বাটলারের ৪৬ বলে সেঞ্চুরি ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। আগের দুটো রেকর্ডও তার

>>বাটলারের ৬৫ বলে দেড়শ ইংল্যান্ডের হয়ে দ্রুততম, সব মিলিয়ে দ্বিতীয়

>>বাটলারের ১৬২* রান ইংলিশ উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ, আগের দুটি রেকর্ডও তার

>>এক ইনিংসে সর্বোচ্চ ২৬ ছক্কা, নিজেদের ২৫ ছক্কার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড ইংল্যান্ডের

>>১৭ বলে লিয়াম লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের হয়ে দ্রুততম

>>১৭ বলে লিভিংস্টোনের এই ফিফটি সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম

>>এক ওভারে লিভিংস্টোনের ৩২ রান, ইংল্যান্ডের হয়ে এক ওভারে এতো রান নেওয়ার নজির নেই আর

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন