মায়ার্সের শতকে বড় লিডের পথে উইন্ডিজ

  26-06-2022 03:14AM

পিএনএস ডেস্ক : দ্বিতীয় দিনের প্রথম সেশনে দ্রুত ৪ উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়ে যায় ক্যারিবীয়রা। তবে দ্বিতীয় সেশনে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রান টপকে লিড নিতে শুরু করলে আবারও ক্যারিবীয় শিবিরে আঘাত হানেন মেহেদী মিরাজ।

৪০ রান করা জার্মেইন ব্ল্যাকউডকে এলবিডব্লু করে ফেরান সাজঘরে। কাইল মায়ার্স ও ব্ল্যাকউডের জুটিটা ১১৬ রানে থামলেও মায়ার্স খেলে চলেছেন একপাশ আগলে রেখে।

দলের বিপদে দারুণ সব শট খেলে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় শতক। জশুয়া দ্য সিলভাকে নিয়ে দলের রান পার করেছেন তিনশ। এখন পর্যন্ত ক্যারিবীয়রা লিড নিয়েছে ৯৬ রান। দলীয় রান ৫ উইকেটে ৩৩৯ রান।

মায়ার্স অপরাজিত আছেন ১২৬ রানে, সিলভা রয়েছেন ২৬ রানে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন