ইনজুরিতে জিম্বাবুয়ে সফর শেষ সোহানের

  01-08-2022 02:16AM

পিএনএস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে দারুণ নেতৃত্ব দিয়ে দলকে সমতায় ফেরালেন। এমন সময়ে ছিটকে পড়তে হলো অধিনায়ক নুরুল হাসান সোহানকে।

আঙুলের চোটে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন সোহান। ফলে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও তাকে পাওয়া যাবে না। অর্থাৎ জিম্বাবুয়ে সফরটাই শেষ হয়ে গেলো তার। বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে এই খবর।

রোববার (৩১ জুলাই) হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কিপিংয়ের সময় পেসার হাসান মাহমুদের একটি ডেলিভারি ধরতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে আঘাত পেয়েছেন সোহান।

বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ আলফা সানি জানান, 'আমরা এক্স-রে করেছি, তাতে তার (সোহান) তর্জনীতে চিড় ধরা পড়েছে। এই ধরনের চোট সেরে উঠতে তিন সপ্তাহের মতো লাগে। তাই মঙ্গলবার শেষ টি-টোয়েন্টি তো বটেই, আসন্ন ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি।'

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন