হাসপাতালে শোয়েব আখতার, চাইলেন দোয়া

  09-08-2022 01:51PM



পিএনএস ডেস্ক : ক্যারিয়ারজুড়েই হাঁটুর চোটে ভুগেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। সেই চোটই এবার তাকে নিয়ে গেল হাসপাতালে। সেখানে এখন ব্যথায় কাতরাচ্ছেন তিনি। হাসপাতাল থেকেই ভিডিওবার্তায় জানালেন এসব কথা।

সেই ভিডিওতে ভক্তদের কাছে দোয়াও চাইলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

ভিডিওবার্তাতে শোয়েব জানান, হাঁটুর এই চোট বহুদিন ধরেই তাকে ভোগাচ্ছিল। অবসরের পরও তিনি এই ব্যথায় বেশ কষ্ট পেয়েছেন। তিনি বলেন, ‘আমি আরো পাঁচ বছর ধরে খেলতে পারতাম।

কিন্তু আমি জানতাম, যদি আমি এমন করতাম, তাহলে আমাকে এখন হুইলচেয়ারে করে চলাফেরা করতে হতো। এ কারণে আমি ক্রিকেটকে বিদায় বলেছিলাম।’

তবে ব্যথা সহ্য করে হলেও পাকিস্তানের হয়ে খেলাটাকে বড় করে দেখেছেন তিনি। তার ভাষায়, ‘কিন্তু এরপরও পাকিস্তানের হয়ে খেলাটা যথার্থ। এমনটা পেস বোলারের জীবনেরই অংশ। আপনি কখনো কখনো আপনার হাড় হারিয়ে ফেলতে পারেন, কিন্তু সেটা ঠিক আছে। যদি আমার আবারও কিছু করার সুযোগ থাকতো, তাহলে আমি এমনটাই করতাম।’

এরপর সেই ভিডিওতে শোয়েব তার ভক্তদের উদ্দেশ্যে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগবে।

এরপর ভক্তদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি অনেক যন্ত্রণা পাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। আশা করি এটিই আমার শেষ অস্ত্রোপচার, আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।’

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন