‘প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের জন্য সঠিক পিচ তৈরির চেষ্টা করব’

  25-09-2022 11:06AM



পিএনএস ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের হেড অব টার্ফ ম্যানেজমেন্ট ইয়ান জোসেফ ম্যাকেঞ্জি গেল ১৯ সেপ্টেম্বর ঢাকায় পা রেখে প্রথমে চট্টগ্রামে, এরপর কক্সবাজারে, তারপর সিলেটের ভেন্যু পরিদর্শন করে ঢাকায় ফেরেন। এরপর এ কিউই জোসেফ ম্যাকেঞ্জির নেতৃত্বে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় দুই দিনের টার্ফ অ্যান্ড আউটফিল্ড ম্যানেজমেন্ট ওয়ার্কশপ।

কর্মশালা শেষে শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইয়ান জোসেফ ম্যাকেঞ্জি ও বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। সেখানে প্রথমে ম্যাকেঞ্জি জানান, পিচের ধরন কেমন হবে। একইসঙ্গে খেলায় সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের জন্য সঠিক পিচ তৈরি করার চেষ্টার কথাও জানান তিনি।

ম্যাকেঞ্জি বলেন, ‘আমরা ক্রিকেটের একটি দর্শনের দিকে তাকাচ্ছি। তা হলো খেলায় যেন ব্যাট ও বলে সঠিক ভারসাম্য থাকে। আমরা এমন পিচ তৈরি করব না যেখানে বেশি স্পিন করবে, সিম করবে। আমরা ক্রিকেটারদের উন্নতি, খেলার সঠিক প্রতিদ্বন্দ্বিতা ও আনন্দের জন্য সঠিক পিচ তৈরি করার চেষ্টা করব। আমরা নিশ্চিত করতে চাই এমন ভারসাম্যপূর্ণ কন্ডিশন, যেখানে খেলে ক্রিকেটাররা বিশ্বের যে কোনো মাঠে খেলার উপযুক্ত হয়ে উঠতে পারে।’

ম্যাকেঞ্জি বলেন, ‘আমি তোমাদের (বাংলাদেশের) পেসারদের দেখেছি। নিউজিল্যান্ডে যে টেস্টটা জিতেছিল, সেখানে ওরা ওই রকম পিচে খুবই নিয়ন্ত্রিত বোলিং করেছে। পেস ও স্কিলও ছিল। এটি ক্রিকেট পিচ ও মাঠ উন্নতির একটি অংশ। এতে প্রতিভাবান ক্রিকেটারদের উন্নতিটা বজায় থাকে।’

পিএনএস/আনোয়ার




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন