লেভান্ডোভস্কির পেনাল্টি মিসে পোল্যান্ডের জয় হাতছাড়া

  23-11-2022 12:18AM

পিএনএস ডেস্ক: ‘পঁচা শামুকে পা কাটার’ মতোই সৌদি আরবের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এখন পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি গ্রুপের বাকিদের দিকেও তাকিয়ে থাকতে হবে আলবিসেলেস্তেদের। সেদিক থেকে লিওনেল স্কালোনির শিষ্যদের কিছুটা স্বস্তি দিল মেক্সিকো ও পোল্যান্ড।

২০২২ কাতার বিশ্বকাপের গ্রুপ 'সি'-এর দ্বিতীয় ম্যাচে আজ মেক্সিকো-পোল্যান্ডের ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। স্টেডিয়াম ৯৭৪ (রাস আবু আবুদ)-এ আজ পেনাল্টি মিস করেছেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। এই এক মিসে জয়টাই হাতছাড়া হয়েছে পোল্যান্ডের।

খুব একটা দাপুটে ফুটবল না খেললেও পুরো ম্যাচজুড়েই মেক্সিকোর সঙ্গে সমানে সমান লড়েছে পোল্যান্ড। প্রথমার্ধে তেমন কোনো বড় সুযোগ না পেলেও বিরতির পর দারুণ সুযোগ এসেছিল দলটির সামনে। কিন্তু সে সুযোগ হেলায় হারিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কি। অন্যদিকে, আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকেও জালভেদ করতে ব্যর্থ মেক্সিকান ফরোয়ার্ডরা। আর তাতে নিজেদের প্রথম ম্যাচে ড্র নিয়েই তৃপ্ত থাকতে হচ্ছে দুদলকে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন