বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে উরুগুয়ে

  06-12-2022 08:50PM

পিএনএস ডেস্ক : কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুই বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলো নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে শেষ বাঁশি বাজার পর ম্যাচ অফিসিয়ালদের সাথে বাকযুদ্ধে লিপ্ত হয়ে পড়েন উরুগুয়ের খেলোয়াড়েরা। এইজন্য এডিনসন কাভানি, জোস মারিয়া গিমেনেজ, দিয়াগো গডিন এবং ফার্নান্দো মুসলে এই চার জন উরুগুয়ের ফুটবলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা ভাবছেন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

উরুগুয়ের ফুটবল সংস্থাকেও ফিফার প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ম্যাচের প্রথমার্ধে ডারউইন নুনেজ এবং শেষের দিকে এডিনসন কাভানিকে অনৈতিকভাবে আটকে দেওয়া হয়েছিল এমনটাই দাবি করেছেন খেলোয়াড়েরা। খেলা শেষে এজন্যই তারা তর্কে জড়িয়ে পড়েন। উরুগুয়ান ফরওয়ার্ড লুইজ সুয়ারেজের দাবি ফিফা উরুগুয়ের বিরুদ্ধে। ফিফা ৪ জন খেলোয়াড়ের বিরুদ্ধে স্বচ্ছতা নষ্ট করার অভিযোগ নিয়ে ভাবতে শুরু করেছে।

ফিফা জানিয়েছে, কাভানিসহ চার ফুটবলারের বিরুদ্ধে খেলার স্বচ্ছতা নষ্ট করার অভিযোগ রয়েছে। সেই ব্যাপার নিয়ে তারা ভাবতে শুরু করে দিয়েছে বলেও জানিয়েছে ফিফা। উরুগুয়ের কাছে ১০ দিন সময় আছে উত্তর দেয়ার জন্য।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন