মিরাজের প্রশংসায় যা বললেন হার্শা ভোগলে

  07-12-2022 11:43PM

পিএনএস ডেস্ক: মিরপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেই ব্যাটিং বিপর্যয় থেকে নির্ধারিত ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭১ রান। বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সংগ্রহের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মেহেদী হাসান মিরাজ।

দলের বিপদের সময় ব্যাটিংয়ে নেমে দায়িত্বশীলতার পরিচয় দেন তিনি। ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ বলে ১০০ রান করেন মিরাজ। ইনিংসের শেষ বলে গিয়ে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম শতক।

মিরাজের এমন অনবদ্য, দুর্দান্ত সেঞ্চুরিতে তার প্রশংসা করেছেন ভারতের ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মিরাজের প্রশংসা করে তিনি লিখেন, ৬৯/৬ থেকে ২৭১/৭ একটি ভালো ফল। এ দুটি ইনিংস বদলে দিতে পারে মিরাজের ক্যারিয়ার।

শুধু দ্বিতীয় ম্যাচই নয়, এর আগে প্রথম ওয়ানডেতেও জয়ের নায়ক ছিলেন মিরাজ। ১৮৭ রানের সহজ লক্ষ্য তাড়ায় ১৩৬ রানেই ৯ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৩৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মিরাজ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন