যে কারণে আর্জেন্টিনাকে পুরনো শত্রু মনে করেন ডাচ কোচ

  08-12-2022 01:18PM


পিএনএস ডেস্ক: শুক্রবার মধ্যরাতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে নেদারল্যান্ডস। অপরদিকে, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ আট মেসির আর্জেন্টিনা। ফের একবার বিশ্বমঞ্চে মুখোমুখি দুই দেশ।

মেগা ম্যাচের আগে আর্জেন্টিনাকে পুরনো শত্রু আখ্যা দিয়ে প্রতিশোধ নেওয়ার দিয়েছেন ডাচ কোচ লুই ভ্যান গাল।

কেননা, এর আগে দুইবার বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছে ডাচদের। ১৯৭৮ ফাইনালে ও ২০১৪ সেমি ফাইনালে। এবার আর তার পুনরাবৃত্তি চাইছেন না ডাচ কোচ লুই ভ্যান গাল।

কার্যত দলের ছেলেদের আর্জেন্টিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছেন নেদারল্যান্ড কোচ। তাদের এই মুহূর্তে প্রধান বাধা যে মেসির আর্জেন্টিনা সেই কথা সাফ জানিয়েছেন ভ্যান গাল।

ডাচ ফুটবলার দালে ব্লিন্দ জানিয়েছেন- কোচ ভ্যান গালতাদের বলেছেন- লক্ষ্য এখন একটাই, আর্জেন্টিনাকে হারানো। বিশ্বকাপে দু’বার আমরা ওদের কাছে হেরে বিদায় নিয়েছিলাম। ছেলেদের বলেছি, এবার কিন্তু কোনওভাবেই সেটা যেন না হয়।

এছাড়া ভ্যান গাল বলেছেন, আমি মনে করি এবার নেদারল্যান্ডসের বিশ্বকাপ জেতার সম্ভাবনা প্রবল। আর তিনটি ম্যাচ জিতলেই তো সবার সব স্বপ্ন সত্যি হবে। টানা এক বছর ধরে সবাইকে বলে আসছি যে, ঠিকঠাক খেলতে পারলে আমরা বিশ্বকাপ নিয়েই দেশে ফিরব।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন