পিএনএস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির পর ভারতের নেতৃত্বের ব্যাটন গিয়েছিল বিরাট কোহলির হাতে। এখন ব্যাটন রোহিত শর্মার হাতে। এরপর কে হবেন অধিনায়ক?
টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি কিন্তু হার্দিক পাণ্ডিয়ার নামই বলছেন। যিনি ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার টি-২০ দলের নেতৃত্ব সামলাচ্ছেন।
সৌরভের মতে, আইপিএল নেতাদের আরও পরিণত করে তুলছে। গুজরাটের অধিনায়ক হয়ে গতবারই দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন হার্দিক।
সৌরভের কথায়, আইপিএল কিন্তু অধিনায়কদের আরও পরিণত করে তুলছে। অধিনায়ক হার্দিককে আইপিএলে দেখেছি। শুধু এই একটা কারণেই ভারতীয় টি-২০ দলের অধিনায়ক হিসেবে হার্দিককে দেখা যাচ্ছে। আইপিএল অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। তাই এখানে ভাল অধিনায়কত্ব একটা মাপকাঠি তৈরি করে দেয়।
আইসিসি টুর্নামেন্টের দল নির্বাচনে আইপিএল কতটা উপযোগী? বিশেষত বিশ্বকাপের দল নির্বাচনের ক্ষেত্রে? সৌরভ বলেন, শুধু আইপিএলের পারফরম্যান্স বিচার করেই দল নির্বাচন করাটা ঠিক নয়। টি-২০ দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএল গুরুত্বপূর্ণ। তবে নির্বাচকরাও বিচক্ষণ। সব টুর্নামেন্টের দিকেই তারা নজর রাখেন।
তিনি আরও বলেন, দল নির্বাচনের ক্ষেত্রে কোচ ও অধিনায়কেরও একটা মতামত আছে। যথেষ্ট যোগ্যতম। তারা ঠিকই বুঝবেন, কারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
পিএনএস/আনোয়ার
রোহিতের পর কে হবে অধিনায়ক, যা বললেন সৌরভ
30-03-2023 11:35AM
