রিঅ্যাকশন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

  20-10-2021 02:12PM

পিএনএস ডেস্ক: ফেসবুকের অন্যান্য প্ল্যাটফর্মের মতো হোয়াটসঅ্যাপেও আসছে রিঅ্যাকশনের ইমোজি। এর মাধ্যমে এখন থেকে বন্ধুদের মেসেজে প্রতিক্রিয়া জানাতে পারবেন ব্যবহারকারীরা।

এর আগে হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো। সেখানে দেখা গেছে, কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

ফেসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপের যে কোনো মেসেজে রিঅ্যাকশন দেওয়ার সুযোগ আসছে শিগগিরই। অর্থাৎ নিজের পাঠানো অথবা অন্য কেউ মেসেজ পাঠালে তাতে ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে। গ্রুপ চ্য়াটের ক্ষেত্রে কে কোন রিঅ্য়াকশন দিয়েছে তাও দেখা যাবে।

এই নতুন মেসেজ রিয়েকশন ফিচারে দুটি কন্ট্রোল বাটন থাকবে। একটি টগল বাটন যার মাধ্যমে মেসেজ রিয়েকশনের যে নোটিফিকেশন আসবে সেগুলো চালু/বন্ধ করা যাবে। আর দ্বিতীয় অপশনটির মাধ্যমে ব্যবহারকারী মেসেজ রিয়েকশনের সাউন্ড বেছে নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েব সাইট ডব্লিউবিটাইনফো হোয়াটসঅ্যাপের রিঅ্যাকশন নিয়ে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে। এতে পুরো বিষয়টি দেখানো হয়েছে। কোনো মেসেজের ডান দিকের নিচে রিঅ্যাকশন ইমোজিগুলো শো করবে। গ্রুপ চ্য়াট এবং একক চ্য়াটের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের নতুন ফিচারটি কবে উন্মুক্ত করা হবে, তা এখনও জানা যায়নি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন