এবার সমালোচিত যে অ্যাপ বন্ধ করবে ফেসবুক

  03-11-2021 12:18PM


পিএনএস ডেস্ক: করপোরেট নাম পরিবর্তনের এক সপ্তাহ যেতেই না যেতেই টেক জায়ান্ট ফেসবুক সমালোচিত 'চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন' অ্যাপটি বন্ধের ঘোষণা দিয়েছে।

ফেসবুক জানিয়েছে, তারা এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে। অ্যাপটির সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুক স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। এ প্রযুক্তি নিয়ে চলমান নানা সমালোচনার জন্যই এ ঘোষণা দিল ফেসবুক।


ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি জানান, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলমান। এ অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ।


পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন