বন্ধ হয়ে গেলো ওয়েব র‌্যাংকিং সাইট অ্যালেক্সা

  02-05-2022 11:08PM

পিএনএস ডেস্ক : দীর্ঘ ২৫ বছরের পরিষেবা শেষে বন্ধ হয়ে গেলো অ্যামাজনের মালিকানাধীন অ্যানালাইসিসভিত্তিক ওয়েবসাইট অ্যালেক্সা ডটকম। রোববার (১ মে) থেকে তাদের সব কার্যক্রম বন্ধ হয়ে গেছে বলে অ্যালেক্সা ডটকম এক নোটিশে জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, দুই দশকের বেশি সময় ধরে ডিজিটাল গ্রাহক খুঁজেতে, তাদের কাছে পৌঁছাতে সাহায্য করার পর আমরা অবসরে গেলাম। এই দীর্ঘসময়ে বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগিতামূলক বিশ্লেষণ, কিওয়ার্ড রিসার্চসহ আরও অনেক কিছুর জন্য আমাদেরকে বেছে নেওয়ায় আপনাদের ধন্যবাদ।

ডিজিটাল এই সময়ে অ্যালেক্সা ডটকম এখন সবার কাছেই পরিচিত। ওয়েবসাইটের ট্রাফিকসহ বিভিন্ন বিষয়ে ধারণা পাওয়া যেতো অ্যালেক্সায়। এছাড়াও বিশ্বের ওয়েবসাইটগুলোর মধ্যে কোন সাইটের র্যাংক কত তাও দেখা যেতো অ্যালেক্সায়।

তবে অ্যালেক্সা তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ায় আর সেই সুযোগ থাকছে না।

সূত্র: অ্যালেক্সা ডটকম

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন