আগের দামেই টুইটার কিনতে রাজি এলন মাস্ক

  05-10-2022 08:04PM

পিএনএস ডেস্ক : মার্কিন ধনকুবের এলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কিনে নেওয়ার প্রক্রিয়া আবারও শুরু করতে যাচ্ছেন। এপ্রিলে তিনি টুইটারের মালিকানা কিনে নিতে ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বট বা ‘ভুয়া অ্যাকাউন্টের’ ইস্যু তুলে সেখান থেকে সরে এসেছিলেন তিনি।

কিন্তু তিনি প্রস্তাব দিয়েও সরে আসায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল টুইটারের পরিচালনা পর্ষদ। এখন ফের প্রস্তাব দেওয়ায় আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার হাত থেকে বেঁচে যাবেন তিনি।

জানা গেছে, ১৭ অক্টোবর মাস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের জর্জটাউনের ক্যান্সারি আদালতে মুখোমুখি হত দুইপক্ষ। সেখানে মাস্ককে টুইটারের মালিকানা কিনতে বাধ্য করতে আদালতের কাছে অনুরোধ জানানো হত।

এদিকে, এলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার বাড়তে শুরু করে। মঙ্গলবার টুইটারের শেয়ারমূল্য ১২.৭ শতাংশ বেড়ে ৪৭.৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এছাড়া এলন মাস্কের টেসলার শেয়ারমূল্যও বেড়ে যায় ১.৫ শতাংশ।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন