ওয়েবসাইট বানাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ইঞ্জিনিয়ার ডেভিন

  14-03-2024 02:07PM



পিএনএস ডেস্ক: প্রযুক্তি দুনিয়ায় আসলে হচ্ছেটা কী! ভাবলেও আপনার মাথা ঘুরে যাওয়ার অবস্থা হবে! এই কয়দিন আগেই এলো চ্যাটজিপিটি। তাতে কবিতা, গল্প, থিসিস লিখে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তা। ফলে সারা দুনিয়ায় তা নিয়ে হইচই। এবার তার চেয়েও একধাপ এগিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তা হলো বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এসে গেছেন। তার নাম ডেভিন। তিনি নিজেই লিখতে পারেন, কোড সৃষ্টি করতে পারে এবং তা ব্যবহার করে কার্যকর ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন। বানাতে পারেন ভিডিও। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কগনিশন এই কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার সৃষ্টি করেছে। ডেভিন হলো কোপাইলটের মতো একটি সফটওয়্যার ডেভেলপমেন্ট সহকারী।

কোপাইলট বানিয়েছে গিটহাব, মাইক্রোসফট এবং ওপেনএআই। এটা হলো পরবর্তী পর্যায়ের সফটওয়্যার ডেভেলপমেন্ট সহকারী।

খবরে বলা হয়েছে এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেভিন একটিমাত্র কমান্ড নিয়ে তাকে কার্যকর একটি ওয়েবসাইব বা সফটওয়্যার প্রোগ্রামে রূপান্তর করার সক্ষমতা রাখে। বিভিন্ন রকম বাগ বা ভাইরাস শনাক্ত করে তাকে সংশোধন করে প্রয়োজনীয় সময় কমাতে এবং সমাধান প্রক্রিয়ার সময় বাঁচাতে পারে। কেবল কোডিং বিষয়ে পরামর্শ দেয়া এবং কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার পরিবর্তে ডেভিন নিজেরাই একটি সম্পূর্ণ সফটওয়ার প্রকল্প গ্রহণ ও তা শেষ করতে পারে। এ জন্য তার আছে নিজস্ব কমান্ড লাইন, কোড এডিটর এবং ব্রাউজার। এসব তাকে স্বাধীনভাবে কাজ চালাতে সহায়তা করে। এক ভিডিওতে কগনিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা স্কট উ দেখিয়েছেন কিভাবে ডেভিন কাজ করে। ডেভিন এতে তার সব কার্য পদ্ধতি, নতুন কিছু খুঁজে পাওয়া এবং ভাইরাস সমস্যার সমাধান প্রদর্শন করেছে।


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন