ডিমলায় বন্যার্তদের মাঝে শুকনা খাদ্য বিতরণ

  21-10-2021 10:09PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ গত ২০ অক্টোবর হঠাৎ করে ভারত থেকে নেমে পানির প্রভাবে খরস্রতা তিস্তা নদী তার ভার্রমাম্য হারিয়ে ফেল্লে নীলফামারী ডিমলা উপজেলা ৬টি ইউনিয়ন প্লাবিত হয়। এর ফলে বাড়ী ভাঙ্গা হয়ে পরে হাজারও পরিবার।

২১ অক্টোবর দুপুরে সেচ্ছাসেবী সংগঠন ওএইচ পলি ব্রানসোন এ্যাপারেল লিমিটেড এর সহায়তায় নীলফামারী ডিমলা উপজেলা ৫ নং গয়াবাড়ী ইউনিয়ন ৬ নং ব্লকের পানি বন্দী অসহায় পরিবারদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৫নং গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামসুল হক, ইউপি সদস্য মিথুন, সাহাবুল আলম সহকারী কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র প্রমূখ।অপর দিকে গয়াবাড়ী ইউপিতে বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের সহায়তায় ৬ নং ওয়ার্ডের ২০০ শত পানি বন্দী পরিবারদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন