বন্যার পানিতে ভাসছে সিলেট, আজ বৃষ্টির সম্ভাবনা

  28-06-2022 11:12AM


পিএনএস ডেস্ক : বন্যার পানিতে ভাসছে সিলেট অঞ্চল। এদিকে, আজ সিলেট বিভাগরে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তবে এ বর্ষণে সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা নেই। সোমবার (২৭ জুন) আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানায়।

বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়- সিলেট জেলার বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকবে।

সোমবার সন্ধ্যায় আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবি অফিস জানায়, মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন