শ্রীমঙ্গলে আলোয়-আলো প্রকল্পের মতবিনিময় সভা

  08-08-2022 11:40AM


পিএনএস ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার উদ্যোগে এডুকো বাংলাদেশ'র সহযোগিতায় এবং চাইল্ড ফান্ড কোরিয়ের অর্থায়নে আলোয়-আলো প্রকল্পের সংযুক্ত ওয়াশ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার শহরের একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন কক্ষে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হক।
বিশেষ অতিথি ছিলেন এডুকো বাংলাদেশ’র ডিরেক্টর (সাপোর্ট প্রোগ্রাম) মো. নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমানর।

সভার শুরুতে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ারর সহকারি পরিচালক নাজিম আহমেদ এবং আলোয়-আলো প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোহা. আমিনুর রহমান প্রকল্পের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। পরে প্রকল্প কার্যক্রমের উপর বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাফর আল-সাদেক, উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার দীলিপ কুমার বর্ধন, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, রাজঘাট ইউপি বিজয় বুনার্জী, সিন্দুরখাঁন ইউপি চেয়ারম্যান ইয়াসির আরাফাত রবিন, ম্যাক বাংলাদেশ'র নির্বাহী পরিচালক এস. এ হামিদ, পাত্রখোলা চা-বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রদিপ পাল, গান্ধিছড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ঝর্না দেবনাথ, টিপরাছড়া চা-বাগান এর পঞ্চায়েত সভাপতি কমল বোনার্জী, এসএমসি সভাপতি আ. ছ. ম মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডিসি মো. আবদুল হক বলেন, চা-বাগান এলাকায় পানির সুবিধা অন্যান্য এলাকার তুলনায় খুবই খারাপ অবস্থা। চা-বাগান এলাকার সুবিধাবঞ্চিত মানুষ প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। এ ধরনের এলাকায় ওয়াশ প্রকল্পের কার্যক্রম আসলেই প্রশংসানীয়। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করে তবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় পানির সমস্যা অনেকাংশে সমাধান করা সম্ভব হবে।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হক বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে ২৫টি গভীর নলকূপ বসানো হবে। এগুলো বিদ্যালয়ের পাশাপাশি সুবিধাবঞ্চিত কমিউনিটিতে পানির চাহিদা পুরনে সহায়ক ভূমিকা রাখবে। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া চা-বাগান এলাকায় বিগত অনেক বছর ধরে নিরাপদ পানি ও স্যানিটেশনের বিষয়ে কাজ করে আসছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন