পঞ্চগড়ে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে ২৪

  25-09-2022 06:17PM

পিএনএস ডেস্ক : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে নিহতের সংখ্যা বেড়ে নারী ও শিশুসহ ২৪-এ দাঁড়িয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অর্ধশতাধিক।

রোববার বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় প্রশাসনের আশঙ্কা। তবে তাৎক্ষণিকভাবে মৃত ও নিখোঁজ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সনাতন ধর্মাবলম্বীরা মহালয়া উপলক্ষে করতোয়া নদী দিয়ে নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। নৌকাটি আওলিয়ার ঘাট এলাকার মাঝ নদীতে গিয়ে ডুবে যায়।

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত ২৪ জনের লাশ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন