পিএনএস ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক ভাবে তার পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।
চিনকী আস্তানা রেল স্টেশনের মাস্টার মো. সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর আমাদের দেয় স্থানীয়রা। বিষয়টি জিআরপি পুলিশকে অবহিত করলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
জিআরপি (রেলওয়ে পুলিশ) সীতাকুন্ড ফাঁড়ির উপপরিদর্শক মো. খোরশেদ আলম গণমাধ্যমকে বলেন, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।
পিএনএস/আনোয়ার
মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
03-02-2023 02:56PM
