পিএনএস ডেস্ক : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর আলাউদ্দিন মার্কেট এলাকায় প্রাইভেটকার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রোববার (২৬ মার্চ) রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারায়ণ চন্দ্র সাহা (৬০) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আলীনগর কলাতিয়া এলাকার স্বর্গীয় চিত্ত রঞ্জন সাহার ছেলে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির হোসেন জানান, রাজেন্দ্রপুর-কাপাসিয়া আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন নারায়ণ চন্দ্র সাহা। এ সময় পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারায়ণ চন্দ্র সাহা মারা যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি পরিবার নিয়ে শ্রীপুরের ধলাদিয়া পশ্চিম পাড়া এলাকায় বাসা ভাড়া থেকে বিদ্যুৎ মিস্ত্রির কাজ করতেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পিএনএস/শাওন
গাজীপুরে প্রাইভেটকার চাপায় বৃদ্ধ নিহত
26-03-2023 06:43PM
