পিএনএস ডেস্ক : সিলেটের লালাদিঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ মে) বিকেল ৫টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই শিশু হলো লালাদিঘি এলাকার দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) ও মামুন মিয়ার মেয়ে হাবিবা (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে তাইবা ও হাবিবা খেলতে খেলতে দিঘি সংলগ্ন বাসা থেকে বের হয়ে যায়। এরপর তাদের আর খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোকজন। বিকেল ৫টার দিকে দিঘির পানিতে এক শিশুকে ভেসে উঠতে দেখে লোকজন জড়ো হন। পরে অপর শিশুকেও দিঘি থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পিএনএস/শাওন
পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
29-05-2023 02:16AM
