সুন্দরবনের গহিনে দুই কি.মি. জুড়ে আগুন, ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিস

  04-05-2024 08:54PM

পিএনএস ডেস্ক: তীব্র দাবদাহের মধ্যে সুন্দরবনের গহিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এ আগুন লাগে।

প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনরক্ষীরা। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে মোড়লগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। কিভাবে আগুন লেগেছে এবং কত একর বনে আগুন ছড়িয়ে পড়েছে তা বিস্তারিতভাবে জানাতে পারেনি বন বিভাগ।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বন অফিস এলাকার লতিফের ছিলার বনে আগুন লাগার খবর পেয়ে বন রক্ষীরা। প্রাথমিকভাবে আগুন নিভানোর কাজ শুরু করেছে তারা। এরইমধ্যে মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে রওনা দিয়েছে। সুন্দরবনের গহীন অরণ্যে কিভাবে আগুন লেগেছে বা কত একর বনে আগুন লেগেছে সে বিষয়টি এই বন কর্মকর্তা নিশ্চিত করে জানাতে পারেননি।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন