ভালোবাসার সপ্তাহ শুরু কাল, জেনে নিন কবে কী দিবস

  07-02-2024 10:19AM



পিএনএস ডেস্ক: ভালোবাসতে বিশেষ কোনো দিন যদিও প্রয়োজন হয় না, তবু একটি বিশেষ দিন থাকলে মন্দ কী! সেই দিনটি ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ পালিত হয় বিশ্বজুড়ে। আর ভালোবাসার এই উদ্‌যাপন চলে সাতদিন ধরে। নানা মোড়কে জড়ানো প্রেমের রঙিন প্রকাশের পর সবশেষে আসে ভালোবাসার দিন।

প্রেমিক জুটির মধ্যে এই দিবসগুলো নিয়েই থাকে কিছু প্রত্যাশা। সেসব পূরণ না হলে আবার থাকে অল্পস্বল্প মান-অভিমান।

রোজ ডে দিয়ে শুরু হলো ভালোবাসার সপ্তাহ। ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যালেন্টাইন সপ্তাহ পালন শুরু হয়। ভালোবাসা সপ্তাহ শেষ হয় ‘ভালোবাসা দিবস’ দিয়েই। এর মাঝে কোনদিন কোন দিবস, জেনে নিন-

৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস
১০ ফেব্রুয়ারি-টেডি ডে
১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
১২ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)
১৩ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)
১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন