মহাদেবপুরে চাষিদের মাঝে ধান বীজ বিতরণ

  12-11-2020 04:59PM

পিএনএস, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : অধিক ফলন উৎপাদনের লক্ষ্যে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর উদ্যোগে নওগাঁর মহাদেবপুরে দুইশতাধিক চাষিদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ‘অ্যারাইজ তেজ গোল্ড’ (বায়ার হাইব্রিড-৫) জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধান বীজ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড এর রাজশাহীর রিজিওনাল ম্যানেজার সনজিত সরকার, নওগাঁর টেরিটরি ম্যানেজার মো. রওশন প্রমুখ।

বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের রাজশাহীর রিজিওনাল ম্যানেজার সনজিত সরকার বলেন, উচ্চ ফলনশীল এ জাতের ধান চাষ করে কৃষকরা অধিক লাভবান হচ্ছেন। এই ধানের হেক্টর প্রতি ফলন ৯টন। আর জীবনকাল ১শ’৪০ থেকে ১শ’৪৫দিন। এই ধানের চালও চিকন হয়ে থাকে।

পিএনএস/এসআইআর

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন