বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে ভাসমান সবজি চাষে ঝুঁকছেন চাষিরা

  10-12-2023 10:39AM



পিএনএস ডেস্ক: নাটোরের বড়াইগ্রামে ডালি পদ্ধতিতে ভাসমান সবজি চাষ পদ্ধতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস। এ সময় পানির উপরে বাঁশের মাচায় কীটনাশক ছাড়াই উৎপাদিত বিষমুক্ত বিভিন্ন সবজির প্রকল্প ঘুরে দেখেন তিনি।

ভাসমান সবজি চাষ পদ্ধতি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামছুল ওয়াদুদ, নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানাসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, নাটোরে জলাবদ্ধ পতিত জমিতে ডালি ও বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। পানির উপরে বাঁশের মাচায় কীটনাশক ছাড়াই উৎপাদিত বিষমুক্ত লাউ, সিম, করলা, ঝিঙ্গাসহ এসব সবজির চাহিদাও অনেক। এছাড়াও ভাসমান সবজি উৎপাদনের সঙ্গে মাছও চাষ করছেন কৃষকরা।

সমন্বিত এ চাষ পদ্ধতিতে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায় অন্যান্য কৃষকরাও ঝুঁকছেন নতুন পদ্ধতির সবজি চাষে। ফলে এই চাষ পদ্ধতি চাষিদের মধ্যে ছড়িয়ে দিতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ ও মাঠ দিবসও অনুষ্ঠিত হয়েছে।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন