পিএনএস ডেস্ক : ডলার বিক্রির কারণেই ব্যাংকে তারল্য সংকট বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
আজ বৃহস্পতিবার (৪ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এখনই আমানত ও ঋণের সীমা তুলে নেয়া হচ্ছে না জানিয়ে গভর্নর আব্দুর রউফ আরও বলেন, একটি ব্যাংক খারাপ হলে অন্যটির ওপর এর প্রভাব পড়ে। আমরা কোনো ব্যাংক বন্ধের পক্ষে না, আমানতকারী যেন তার টাকা ফেরত পান সেটা নিশ্চিত করতে চাই। সব ব্যাংক ব্যবসা করবে, লাভ করবে, বাজারে টিকে থাকবে, এটা আমরা চাই।
পিএনএস/এমবিবি
ডলার বিক্রির কারণেই ব্যাংকে তারল্য সংকট : গভর্নর
04-08-2022 05:16PM
