যমুনা ফিউচার পার্কে ‘ব্রেক টু ফ্রেম’ কন্টেস্ট

  27-01-2023 10:01PM

পিএনএস ডেস্ক : দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে ‘যমুনা ফিউচার পার্ক ও নেসলে বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ব্রেক টু ফ্রেম’ ফটো কন্টেস্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার পার্কে লোয়ার গ্রাউন্ড ফ্লোর-ওয়েস্ট কোর্টে অনুষ্ঠিত কন্টেস্টে দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী অনুষ্ঠানে নেসলের সব পণ্যে ১০ থেকে ২০ শতাংশ মূল্যহ্রাস ছিল। এ ছাড়া ৪টি খেলায় জয়ী ব্যক্তিরা বিশেষ ছাড়ে পণ্য কিনতে পেরেছেন।

‘ব্রেক টু ফ্রেম’ অনুষ্ঠানে উপস্থিত আগ্রহী ব্যক্তিরা পছন্দের ছবি তুলে মাল্টিমিডিয়া ডিসপ্লেতে ১ মিনিট স্থির রাখার সুযোগ পেয়েছেন। মিনি ফুটবল মাঠে ফুটবল খেলাসহ ৩টি খেলায় মেতে উঠেছিলেন সব বয়সি ব্যক্তিরা।

অনুষ্ঠানে আসা বিউটি জাহান স্মৃতি বলেন, ‘খুব ভালো লেগেছে, তিন সন্তান নিয়ে মজা করে খেলাও গেছে। জয়ী দুই সন্তান বিশেষ ছাড়ে নেসলে বাংলাদেশের চকলেটসহ বিভিন্ন পণ্য কিনতে পেরেছে। যমুনা ফিউচার পার্কে কেনাকাটাসহ ঘুরতে অসাধারণ লেগেছে।

নেসলে বাংলাদেশের তাজরী তাবাসুম নীতি জানান, এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে নেসলে বাংলাদেশের দিনব্যাপী কিটক্যাট চকলেট প্রচারণামূলক অনুষ্ঠানটি সফল হয়েছে। দর্শনার্থী ক্রেতাদের ভিড়ও ছিল। আমাদের পক্ষ থেকে দর্শনার্থী ক্রেতাদের আনন্দ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। বিশেষ ছাড়ে পণ্য হাতে তুলে দেওয়া হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন