ফয়েল পেপারে করে কেন্দ্রে যাবে এসএসসির প্রশ্ন

  21-10-2021 11:54PM

পিএনএস ডেস্ক: চলতি বছরের এসএসসি-সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে ফয়েল পেপারে মোড়ানো প্যাকেটে কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হবে। এছাড়াও পরীক্ষার দিন কেন্দ্রের ২০০ গজ পর্যন্ত অভিভাবক ও সাধারন মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হবে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি-সমমান পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পরীক্ষাকেন্দ্রে অনৈতিক কাজ ও প্রশ্নপত্র ফাঁস রোধে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষা শুরুর দিন সকালে ফয়েল পেপারে মোড়ানো প্যাকেটে প্রশ্নপত্র পাঠানো হবে। একাধিক প্রশ্ন সেট থাকবে লটারি করে পরীক্ষার দিন নির্বাচন করা হবে।

তিনি বলেন, কোথাও স্বাস্থ্যবিধির গাইড লাইন অমান্য করা যাবে না, বিষয়টি নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের সচিবকে নির্দেশনা দেয়া হবে। গেটের বাহিরে যাতে কেউ ভিড় না করে সেজন্য কেন্দ্রের ভিতর থেকে মাইকিং করে সর্তক করতে বলা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন