শিল্পী সমিতি নির্বাচনে চলছে ভোট গণনা, ভোর রাতে ফলাফল

  29-01-2022 12:49AM

পিএনএস ডেস্ক: বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। অপেক্ষা এখন ফলাফল ঘোষণার।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২-৩টার আগে ফলাফল জানার কোনো সুযোগ নেই৷ সে হিসেবে ভোর রাতে জানা যেতে পারে নির্বাচনের ফলাফল।

এর আগে, শুক্রবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। ২০২২-২৪ মেয়াদের এবারের নির্বাচনে দুটি প্যানেল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটি ইলিয়াস কাঞ্চন ও নিপুণের প্যানেল এবং অন্যটি মিশা সওদাগর ও জায়েদের।

এদিকে বিচ্ছিন্ন কিছু অভিযোগ এলেও বেশ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোট ঘিরে দিনভর শিল্পীদের মেলা বসেছিল এফডিসিতে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার শিল্পী সমিতির নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৬৫ জন।

রাত সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়ে এখন পর্যন্ত ভোট গণনা চলছে। তবে কার্যকরী পরিষদের সদস্য পদের ভোট গণনা প্রায় শেষের দিকে।

এদিকে ভোটগ্রহণ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলকে জয়ী উল্লেখ করে অভিনন্দনের হিড়িক পড়ে৷ যদিও এর পুরোটাই গুজব বলে জানায় নির্বাচন কমিশন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন