বঙ্গোপসাগরে ৫ ট্রলার ডুবে ১৬ জেলে নিখোঁজ

  19-08-2022 09:11PM

পিএনএস ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এই ঘটনায় অন্তত ১৬ জেলে নিখোঁজ রয়েছেন।

মহিপুর মৎস আড়ত মালিক সমিতির সভাপতি ও মহিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলু গাজী এসব তথ্য জানিয়েছেন।

ফজলু গাজী বলেন, শুক্রবার সকালে ঝড়ের কবলে পড়ে দু’টি ও বিকেলে ঝড়ের কবলে পড়ে আরও তিনটি মাছধরা ট্রলার পায়রা বন্দরের শেষ বয়া থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারে ১৬ জন জেলে ছিলেন বলে জানান তিনি। তারা সবাই নিখোঁজ রয়েছেন।

১৬ জেলে নিখোঁজের তথ্য শুনেছেন জানিয়ে কোস্টাগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার সেলিম মণ্ডল বলেন, আমরা এখন সাগরের আন্ধারমানিক পয়েন্টে আছি। সাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযানে নামতে পারছি না।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন