পিএনএস ডেস্ক : বরগুনার বামনা উপজেলায় বাড়ির উঠানে রোদে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ জুন) বেলা ৩টার দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আমেনা আক্তার (১২) ওই গ্রামের মনির সিকদারের মেয়ে। এ ছাড়া সে স্থানীয় তালেশ্বর আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
কিশোরীটির বাবা মনির সিকদার জানান, দুপুরে গোসল করে তাদের কাপড় বাড়ির উঠানে শুকাতে দেন। বেলা ৩টার দিকে আকাশে মেঘ করে অন্ধকার হয়ে আসছিল। বৃষ্টি হতে পারে ভেবে আমেনা উঠান থেকে কাপড়গুলো আনতে যায়। এমন সময় বিকট শব্দে বজ্রপাত ঘটে। সঙ্গে সঙ্গে আমেনা একটি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।
তিনি আরও জানান, প্রতিবেশীদের সহযোগিতায় তার মেয়েকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন
বামনা থানার ওসি মাইনুল হোসেন জানান, স্থানীয়দের সাক্ষি রেখে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
পিএনএস/শাওন
বরগুনায় বজ্রপাতে কিশোরীর মৃত্যু
02-06-2023 11:42PM