দিনভর ভোগান্তির পর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত

  29-04-2024 01:15AM

পিএনএস ডেস্ক: দিনভর যাত্রীদের ভোগান্তির পর স্থগিত হয়েছে বৃহত্তর চট্টগ্রামে ডাকা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট। চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গতকাল রোববার সকালে এই ধর্মঘট শুরু হয়। বিকেলে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করেন পরিবহন নেতারা। বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকদের চার দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে গাড়ি চলাচল শুরু হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী ও সদস্য সচিব মো. মুছা ধর্মঘট স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, ‘শিক্ষার্থীদের দাবির মধ্যে তিনটি বিষয় প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত এবং সেগুলোর বিষয়ে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম-কাপ্তাই সড়ক সংস্কার, নিহত-আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণসহ সড়কের শৃঙ্খলার বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, মামলা প্রত্যাহারের সুযোগ নেই। গাড়ি পোড়ানোর বিষয়ে যদি মামলা থাকে, সেটি আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা হবে। সড়কে চাঁদাবাজি হবে না। নিরাপত্তার ব্যাপারে জেলা প্রশাসন সহায়তা করবে। এসব বিষয় পরিবহন মালিক-শ্রমিকরা মেনে নিয়ে ধর্মঘট স্থগিত করেছেন।’

চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুরুল আলম চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাছাড়া প্রশাসনের অনুরোধ ও জনস্বার্থে আমরা পরিবহন ধর্মঘট স্থগিত করেছি।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন