এইচবিআরআই ও স্বপ্নধরার মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

  10-11-2021 10:05PM

পিএনএস ডেস্ক: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) সঙ্গে আবাসন প্রকল্প উন্নয়নে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে স্বপ্নধরা।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে স্বপ্নধরাতে গ্রিন হাউস নির্মাণ এবং ল্যান্ড প্রোজেক্টের মান উন্নয়নের লক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি প্রকল্প উন্নয়নের কাজকে আরো গতিশীল করে তুলবে বলে আশাবাদি উভয় পক্ষ।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন এচবিআরআইয়ের মহাপরিচালক আশরাফুল আলম,স্বপ্নধরার ব্যাবস্থাপনা পরিচালক মাসুদুর রশিদ, সিও এম. শাহনেওয়াজ আজাদ, সিও (প্রোজেক্ট এন্ড ল্যান্ড) মামুন হোসেনসহ আরো অনেকে।

প্রসঙ্গত, প্রকৃতি ও প্রযুক্তির উৎকর্ষতায় আধুনিক যোগাযোগ ব্যবস্থার নিশ্চয়তা নিয়ে রাজউক ঝিলমিল প্রকল্পের পাশেই ৩০০ ফিট ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন এলাকায় গড়ে তোলা হচ্ছে আধুনিক ও যুগোপযোগী আবাসন প্রকল্প ‘স্বপ্নধরা’।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন