ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

  24-04-2022 01:32PM

পিএনএস ডেস্ক :ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হবে। (২৪ এপ্রিল) দুপুর ২টার পর স্বাস্থ্যশিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

অধিদফতরের পরিচালক (চিকিৎসাশিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশিত হবে। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন। এরপরই ফলাফল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আহসান হাবীব বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যস্ততা থাকায় পরীক্ষার ফলাফল ঘোষণায় তিনি অংশ নিতে পারবেন না। তবে আমাদের পরিকল্পনা অনুযায়ী দুপুর ২টার দিকেই ফলাফল প্রকাশ করবো।

গত শুক্রবার (২২ এপ্রিল) ১২টি কেন্দ্রের ২৬টি ভেন্যুতে ৬৫ হাজার ৯০৭ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।

সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা এক হাজার ৯৫০টি। সরকারি ডেন্টাল কলেজে আসন ৫৪৫টি আর বেসরকারি ডেন্টাল কলেজগুলোতে আসন সংখ্যা এক হাজার ৪০৫টি। সরকারি ডেন্টালে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দেন ১২১ জন।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন