পিএনএস ডেস্ক: শাপলা ফুল কার না পছন্দ। এই শাপলা ফুলের একটি গণ ভিক্টোরিয়া। যুক্তরাজ্যের রাণি ভিক্টোরিয়ার নামে এই গণের নামকরণ। এই গণের ফুলগুলো সাধারণত ট্রপিকাল অঞ্চলে ভালো জন্মে।
ভিক্টোরিয়া আমাজনিকা, ভিক্টোরিয়া বলিভিয়ানাসহ মোট ৩টি প্রজাতি আছে এই শাপলা ফুলের। এর মধ্যে ভিক্টোরিয়া বলিভিয়ানা আবিষ্কার হয় ২০২২ এর দিকে। এদের পাতা জলজ উদ্ভিদদের মধ্যে সবচেয়ে বড়।
সবচেয়ে বড় পাতাটির ব্যস প্রায় প্রায় ৩ মিটারের কাছাকাছি।
শুধু এর আকার বড় এ কারণেই যে এটি বিখ্যাত এমন নয়। আকারের পাশাপাশি এই শাপলা ফুলের পাতায় আস্ত একটা মানুষের বাচ্চা কিংবা মোটামুটি ভরের ব্যক্তি পানির উপর ভাসতে পারবে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিক্টোরিয়া বলিভিয়ানা প্রজাতির শাপলা ফুলের পাতা সর্বোচ্চ ১৭৬ পাউন্ড বা প্রায় ৮০ কেজি ভর ধারণ করতে সক্ষম।
পিএনএস/এমএইউ
যে ফুলের পাতায় পানিতে ভাসতে পারে মানুষ
12-04-2024 03:53PM