মুস্তাফিজ আইপিএল খেললে, আমরা কীভাবে লাভবান হব?: পাপন

  29-04-2024 01:26PM



পিএনএস ডেস্ক: আইপিএলের এবারের আসরে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবারের আসরে টাইগার এই পেসারের শিরোপা অভিযান শেষ হওয়ার পথে। আগামী ২মে দেশে ফিরে আসবেন মোস্তাফিজ। চেন্নাইয়ের জার্সিতে চলমান আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজ।

৭ ম্যাচ খেলে তিনি নিয়েছেন ১২ উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থাকায় তাকে দেশে ফিরতে হচ্ছে। তবে অনেকের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে আইপিএল খেলাটা মুস্তাফিজ ও দলের জন্য ভালো হতো বলে অনেকেই মনে করেন।

কিছুদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী বলেছিলেন, ‘মুস্তাফিজুরের লার্নিং প্রসেস এখন শেষ। বরং মুস্তাফিজ থেকে শিখতে পারে আইপিএলের অনেক খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না, মুস্তাফিজের কাছে থেকে অন্যদের লাভ হবে।’

তার এমন কথা সে সময় বেশ আলোচনার জন্ম দেয়। এমনকি তা নিয়ে ট্রলও করেন অনেকেই। এবার জালাল ইউনুসের সঙ্গে গলা মেলালেন বিসিবি সভাপতি নাজমুলহাসান পাপন। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করতে গিয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘মুস্তাফিজ খেললে আইপিএল লাভবান হত, আমরা কীভাবে লাভবান হব?’

এদিকে মুস্তাফিজকে খেলতে দেওয়ার আকুতি জানিয়েছেন আকাশ চোপড়া। আকাশ বলেন, 'চেন্নাইয়ের হয়ে আর খেলতে পারবেন না মুস্তাফিজ। আর অল্প কিছু সময়ই আছে মুস্তাফিজের হাতে। বাংলাদেশওয়ালারা কেন এমন করে? খেলতে দাও না আমার ভাইকে। ভাবো একটু, চেন্নাইয়ের অল্প হলেও ক্ষতি হবে।'

আকাশ যুক্ত করেন, 'বাংলাদেশ বলেছে আইপিএলে খেলে কোন ফায়দা হবে না মুস্তাফিজের। খেলে কি পাচ্ছে? ওয়ার্কলোড ম্যানেজ হচ্ছে না। তারা ফিজকে ফেরত নিতে চায়। ডাকলে ডাকেন। তবে বাংলাদেশ অনেকনবার এমনটা করে। আমি বলি কি, এমনটা করবেন না।'

'বিশ্বকাপের অনেক সময় আছে। ভারতের খেলোয়াড়েরাও যাবে। আমি একটু স্বার্থপর, তাও ভাবি বাংলাদেশ কেন এমন করে? যে ভাল করছে তাকে ভালো করতে দাও। পরের বছর অনেক বড় অকশন হবে। মুস্তাফিজ অনেক টাকা পাবে এবং আমরা চাই সে অনেক টাকা কামাক।'


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন