এই প্রথম তাপ প্রবাহের নামকরণ করলেন বিজ্ঞানীরা

  17-08-2022 12:38PM




পিএনএস ডেস্ক : প্রথমবারের মতো বিজ্ঞানীরা একটি তাপপ্রবাহের নাম দিয়েছেন। তারা এটাকে 'জো' (Zoe) বলে চিহ্নিত করেছেন । বিভিন্ন ধরনের হারিকেন ঝড়গুলোর মতোই এবার প্রথমবারের মতো তাপপ্রবাহেরও নামকরণ করলেন বিজ্ঞানীরা।

ইউএসএ টুডে অনুসারে, স্প্যানিশ বিজ্ঞানীরা ২৪ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে সেভিলে তাপমাত্রা ১১২ ডিগ্রী ফারেনহাইট (৪৪.৪ ডিগ্রি সেলসিয়াস) বেড়ে যাওয়ায় তাপ তরঙ্গের সৃষ্টি হয়েছিল।

স্পেনের সেভিলা ইউনিভার্সিটির কনডেন্সড ম্যাটার ফিজিক্স বিভাগের সহযোগী অধ্যাপক জোসে মারিয়া মার্টিন ওলাল্লা সংবাদপত্রকে বলেছেন, চরম তাপমাত্রার বিষয়ে জনসাধারণকে সতর্ক করা এবং তাদের বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য এটি একটি নতুন প্রচেষ্টা।

সোমবার বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন লাইভসায়েন্সের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

দীর্ঘদিন ধরে হারিকেনগুলোর নামকরণ করা হয়েছে। শীতকালীন ঝড়ের নাম দেওয়ার একটি অনানুষ্ঠানিক প্রথা ২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল। কিন্তু তাপপ্রবাহের নাম এই প্রথম রাখা হলো।

নামটি প্রোমেটিও সেভিলা প্রজেক্টের একটি প্রচেষ্টা এবং অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার অব দ্য আটলান্টিক কাউন্সিলের একটি উদ্যোগ। এটি ওয়াশিংটনভিত্তিক একটি গবেষণা কেন্দ্র।

‘জো’ প্রথম নামকৃত তাপ তরঙ্গ হলেও এখানেই শেষ নয়। স্পেনের কর্তৃপক্ষ হারিকেনগুলোর মতোই ভবিষ্যৎ তাপপ্রবাহগুলোর জন্য বিপরীত বর্ণানুক্রমিক ক্রমানুসারে নাম রাখার পরিকল্পনা করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৮ সালে গণনা করেছে যে, ২০০০ থেকে ২০১৬ সালের মধ্যে, প্রতি বছর প্রচণ্ড গরমে আক্রান্ত মানুষের সংখ্যা ১২৫ মিলিয়ন বেড়েছে। জুলাই মাসে ইংল্যান্ডের তাপমাত্রা রেকর্ডে প্রথমবারের মতো ১০৪ ডিগ্রি ফারেনহাইট (৪০ ডিগ্রি সেলসিয়াস)-এর ঘর ছাড়িয়ে গেছে।

এই স্তরের তাপ প্রাণঘাতী হতে পারে, বিশেষ করে এমন অঞ্চলে যেখানে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার অভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রও চরম উত্তাপ অনুভব করছে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন