পেনশন ফাইল আটকে ঘুষ নেওয়ায় ২ কর্মচারীর কারাদণ্ড

  16-05-2022 09:34PM

পিএনএস ডেস্ক : সাবেক এক কর্মকর্তার পেনশন ফাইল আটকে রেখে ঘুষ নেওয়ার দায়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড বিটিসিএল চট্টগ্রামের দুই কর্মচারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বিটিসিএলের চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী (ফোনস-অভ্যন্তরীণ) কার্যালয়ের প্রধান সহকারী কাম ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন ও টেলিফোন অপারেটর মো. হুমায়ুন কবির।

রায়ে গিয়াস উদ্দিনকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং হুমায়ুন কবিরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (১৬ মে) বিভাগীয় বিশেষ জজ আদালত, চট্টগ্রামের বিচারক মুনসী আবদুল মজিদ এই রায় দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি কাজী সানোয়ার হোসেন লাভলু ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৭ আগস্ট সাবেক উপসহকারী প্রকৌশলী (অতি. দায়িত্ব, বিভাগীয় প্রকৌশলী, ফোনস (আভ্যন্তরীন) মো. আবুল কাশেম ভূঁইয়ার পেনশন মঞ্জুরের ফাইল আটকে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার সময় হাতেনাতে দুদকের সদস্যরা অভিযুক্তদের গ্রেপ্তার করে।

ওইদিনই আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক মানিক লাল দাশ বাদী হয়ে মামলা করেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন