শিবচরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

  16-04-2024 08:58PM

পিএনএস ডেস্ক: মাদারীপুরের শিবচরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতার পাড় এবং বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন আক্তার (৩৫) এবং শেখপুর এলাকার জেলাউদ্দিন মুন্সীর ছেলে মো. রাশেদ মুন্সী (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়। একইসঙ্গে বজ্রপাতও হতে থাকে। বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপার এলাকার আকমল ঢালীর স্ত্রী শারমীন রান্নাঘর থেকে বসতঘরে যাচ্ছিলেন।

এ সময় উঠানোর ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান শারমীন। অন্যদিকে ফসলের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাঁশকান্দি ইউনিয়নের শেখপুর এলাকার রাশেদ নামের এক যুবকের মৃত্যু হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, আমাদের কাছে এখনো খবর আসেনি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।

বিকেল সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি, ঝোড়ো বাতাস বইছে এবং বজ্রপাতও হচ্ছে।

এসএস

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন