
এবার কোকা-কোলা কিনব : ইলন মাস্ক
28-04-2022 07:45PM
পিএনএস ডেস্ক : মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে আলোচনায় ইলন মাস্ক। এবার জনপ্রিয় কোমল পানীয় প্রতিষ্ঠান কোকা-কোলা কেনার কথা বলেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এক টুইটার বার্তায় টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা সিইও মাস্ক এমন ঘোষণা দিলেন।টুইট বার্তায় মাস্ক জানিয়েছেন, আবারও কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকা-কোলা কিনছি। এ বিষয়ে কোকা-কোলা প্রতিষ্ঠানের কোনো মন্তব্য পাওয়া যায়নি।১৯৮৮ সালের নিউইয়র্ক টাইমস'র প্রতিবেদনে বলা হয়েছিল—প্রথম দিকে কোকা-কোলা'য় কোকেন ব্যবহার করা হত কিন্তু ১৯০০ সালের...বিস্তারিত