হেয়ার স্ট্রেটনারে চুলের যত ক্ষতি

  03-11-2022 03:49PM



পিএনএস ডেস্ক: নারী সৌন্দর্যের অন্যতম একটি অংশ হল চুল। সিল্কি ঝলমলে সোজা চুল সব মেয়েদের কাম্য। সহজে ঘরে বসে সিল্কি চুল পাওয়ার অন্যতম একটি উপায় হল হেয়ার স্ট্রেইটনার। বিয়ের অনুষ্ঠান হোক বা কোন জন্মদিনের পার্টি হেয়ার স্ট্রেইটনারের সাহায্য খুব সহজে পাওয়া যায় সিল্কি ঝলমলে চুল। কিন্তু হেয়ার স্ট্রেইটনারের ব্যবহার বিপদ ডেকে আনতে পারে। কি সেই বিপদ? একটু খেয়াল করা দরকার-

বিশেষজ্ঞরা বলেন, হেয়ার স্ট্রেটনার ব্যবহার করলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। কারণ এই যন্ত্র ব্যবহারে চুলের গোঁড়া দুর্বল হয়ে যায়।

স্ট্রেটনিং এর সময় যে উপাদান ব্যবহার করা হয় তা চুলের তৈলাক্ত ভাব অনেকাংশে কমিয়ে দেয়। ফলে চুল হয়ে ওঠে রুক্ষ ও শুষ্ক।

স্ট্রেটনার ব্যবহারে চুল শুষ্ক হয়ে যাওয়ার পাশাপাশি জট পড়ার সমস্যা বাড়ে।

স্ট্রেটনারের তাপমাত্রা চুলের গোঁড়া থেকে ক্ষতি করে। এভাবে চুলে মাত্রাতিরিক্ত জট পরে।

হেয়ার স্ট্রেটনার ব্যবহারে চুলের গোঁড়া ফেটে যাওয়ার সমস্যা দেখা দেয়। ফলে মাথার ত্বকে নানা সমস্যা তৈরি হয়।

হেয়ার স্ট্রেটনারের তাপমাত্রা স্ক্যাল্পে চুলকানি কিংবা অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন